ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা ও মাদকসহ ৫ মামলার পলাতক আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
হত্যা ও মাদকসহ ৫ মামলার পলাতক আসামি আটক

কক্সবাজার: কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা থেকে হত্যা ও মাদকসহ পাঁচ মামলার পলাতক আসামি জালাল আহমদকে (৫৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

জালাল আহমদ টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মৃত নজির আহমদের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘ সময় আত্মগোপনে থাকা মাদক ও হত্যা মামলার আসামি জালাল আহমদকে আটক করা হয়। যার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি এবং টেকনাফ থানায় চারটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।