ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
সালথায় নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে নিজ দোকান থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ওই বাজারে ‘মা জবেদা হার্ডওয়্যার স্টোর’ নামে দোকানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শফিকুল বড়দিয়া বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

নিহতের পরিবার জানায়, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তিনি দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকানের শাটার ভেঙে ভেতরে গিয়ে দেখেন আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে শফিকুলের মরদেহ।      

পুলিশ জানায়, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০-২৫ লাখ টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেননি। অন্যদিকে দোকানের পুঁজি ঠিক রাখতে ব্যাংক থেকেও অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋণের টাকাও পরিশোধ করতে পারছিলেন না তিনি। ঋণের বিষয়টি নিয়ে কয়েকমাস ধরে শফিকুল চিন্তিত ছিলেন। ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।