ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী: ফেনীর বড়বাজারে অভিযান ৫ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. কাউসার মিয়া।

তিনি জানান, মাছ বাজার, মুরগি বাজার ও মরিচ পট্টিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রদর্শিত মূল্যতালিকা না থাকা, পাইকারি আড়ৎ থেকে পণ্য ক্রয় রশিদ না থাকাসহ একাধিক অপরাধে এ জরিমানা করা হয়েছে।

কাউসার মিয়া জানান, এ সময় মুরগি দোকানি মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা, মাছ দোকানি মো. আলীকে ৫০০ টাকা, মো. আবদুল খালেককে ১ হাজার টাকা, শ্রীবাস চন্দ্র দাসকে ৫০০ টাকা ও মরিচ পট্টির মুদি দোকানি ফারুক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় বেশ কয়েকজন দোকান মালিককে সতর্ক করা হয়।  

তিনি জানান, ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।  

অভিযানকালে পুলিশের একটি দল সহায়তা করে।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।