ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে প্রাণ গেল কৃষকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
সুনামগঞ্জে প্রতিপক্ষের কিল-ঘুষিতে প্রাণ গেল কৃষকের

সিলেট: সুনামগঞ্জর সদরে জমিতে গরুর ঘাস কাটতে গেলে প্রতিপক্ষের কিল-ঘুষিতে শুক্কর মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের পাশে আমন ক্ষেতে ঘটনাটি ঘটে।

 

নিহত শুক্কর মিয়া সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে শুক্কুর মিয়া নিজের গরুর জন্য ঘাস কাটতে গ্রামের পাশে আমন জমিতে যান। এ সময় একই গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে নায়েব আলী ও তার চার ছেলে ময়না মিয়া, লিটন মিয়া, আনোয়ার হোসেন আইনুল মিয়া গংরা মিলে শুক্কর মিয়াকে ঘাস কাটতে নিষেধ করেন। শুক্কুর মিয়া নিষেধ দেওয়ার কারণ জানতে চাইলে সাঈদ আলী ও তার পাঁচ ছেলে মিলে শারীরিক নির্যাতন করেন। তাদের কিল-ঘুষিতে শুক্কুর মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এ সময় হামলাকারীরা পালিয়ে যান।

তাৎক্ষণিক আশপাশের লোকজন শুক্কুর আলীকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায়  অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।