ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে জন্ম নেওয়া শিশু ছোটমনি নিবাসে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
মহাসড়কের পাশে জন্ম নেওয়া শিশু ছোটমনি নিবাসে

বরিশাল: বরিশালের উজিরপুরে মহাসড়কের পাশে জন্ম নেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর শিশু সন্তানের ঠাঁই হচ্ছে আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে।

সোমবার (২৭ মার্চ) দিনগত রাত ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসষ্ট্যান্ডের চেক পোষ্টের পাশে শিশুর জন্ম হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে উজিরপুর মডেল থানার এসআই সফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টার দিকে স্বাভাবিকভাবে শিশু পুত্রের জন্ম দেয় অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন নারী (৩০)। খবর পেয়ে রাতে ওই নারীসহ শিশুকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশু ও তার মা সুস্থ রয়েছে।

এসআই সফিক জানান, মা সুস্থ হওয়ার পর মঙ্গলবার সকালে হাসপাতাল ছেড়েছে। তাকে কোনোভাবে হাসপাতালে রাখা যায়নি শিশু হাসপাতালে রয়েছে। তাকে বিকেলে আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে দিয়ে আসবেন।

তিনি আরও জানান, মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে উজিরপুরের ইচলাদী এলাকায় ঘোরাফেরা করে। এর আগেও সে শিশুপুত্রের জন্ম দিয়েছিল।

উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এরআগে ২০২০ সালের শেষের দিকে ওই নারী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তখন সে শিশুপুত্র আগৈলঝাড়া ছোটমনি নিবাসে দেওয়া হয়েছিল। এ শিশু পুত্রকেও সেখানে দেওয়া হবে।

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীদের নিরাপত্তা দেওয়া ও ধর্ষণের ঘটনা প্রতিরোধে সমাজসেবা দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, বরিশালে ভবঘুরেদের জন্য কোনো আশ্রয়কেন্দ্র নেই। এদের কোনোভাবে আটকে রাখাও যায় না। তাই এ বিষয়ে সমাজসেবা দপ্তরের করণীয় কিছু নেই।

ধর্ষকদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব কিনা জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সমাজসেবা কর্মকর্তা।

আগৈলঝাড়া শিশু নিবাসের তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, নতুন জন্ম নেওয়া শিশু এখনো আসেনি। এর আগে দেওয়া শিশু আদালতের নির্দেশে লালন-পালনের জন্য এক দম্পত্তিকে দত্তক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।