ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৬, জানুয়ারি ১১, ২০২৫
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ  সংগৃহীত ফাইল ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ সময় তিনি বলেন, শনিবার ভোরে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল ৬টা ২০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আরিচা ঘাটে হামিদুর, ধানসিঁড়ি চিত্রা এবং কাজীর হাটে খানজাহান আলী নদীতে নোঙর করে রয়েছে।  কুয়াশার তীব্রতা কমে এলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।  

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ