সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র ওলামা পরিষদের প্রধান আবদুলআজিজ আল-শেখের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে রিয়াদে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুলআজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ এক মহিরুহ আলেম ও মহিরুহ চিন্তার দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারালো।
তিনি বলেন, শেখ আবদুলআজিজ ইসলামের সেবায় তার অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মহিরুহ বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে।
সাধারণ ফতোয়া ও গবেষণা প্রতিষ্ঠানের প্রধানের পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লিগের সর্বোচ্চ পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন শেখ আবদুলআজিজ আল-শেখ। প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।
শেখ আব্দুলআজিজ ১৯৬১ সালে রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামী শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
এমইউএম/এসআইএস