ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সামাজিক বৈষম্য ভুলে দরিদ্রদের পাশে থাকার আহ্বান সালমা ইসলামের

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
সামাজিক বৈষম্য ভুলে দরিদ্রদের পাশে থাকার আহ্বান সালমা ইসলামের

নবাবগঞ্জ (ঢাকা): সব ভেদাভেদ ও সামাজিক বৈষম্য ভুলে পবিত্র রমজান মাসে সবাইকে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টি কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।  

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে, জাতীয় পার্টির নেতাকর্মীদের মাধ্যমে অসহায় দরিদ্রদের মধ্যে শাড়ি বিতরণকালে এক অডিও বার্তায় সমাজের বিত্তবানদের উদ্দেশ্য করে এ সহায়তার আহ্বান জানান তিনি।

 

সালমা ইসলাম বলেন, রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এর ফলে হতদরিদ্র মানুষগুলো কোনঠাসা হয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে। এই সময়ে বিত্তবানদের একটু সহায়তায় হতে পারে তাদের জন্য বিরাট সহায়ক শক্তি। আমাদের উচিত রমজানে দরিদ্রদের সাধ্য অনুযায়ী সাহায্য ও সহযোগিতা করা। এসময় তিনি স্থানীয় জনসাধারণকে আগাম ঈদ শুভেচ্ছা জানান।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাতীয় পার্টির নেতা মো. বোরহান উদ্দিন, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী রানা, টিপু মিয়া, মতিন মেম্বার, আব্দুস সালাম, সোলাইমান মেম্বার, মো. সামসুদ্দিন, ইয়াসিন রবিন, মো. ওয়াসিম আহমেদ, সাহাদাৎ মেম্বার, শ্রী অমল দাস, নকুল বিশ্বাস, মো. মনির হোসেন, মালেক মোল্লা, আতাহার আলী, সালাম মোল্লা, কিরণ খান, মো. সেলিম, তাজনিনা আহমেদ নিনা, লিলি আক্তার, লুতফা মেম্বার, যুব নেতা শ্রীকৃষ্ণ সাহা, শুভ্র তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।