ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
না.গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে তিনটি পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম, র‍্যাব-১১ ও ঔষধ প্রশাসন।  

এ সময় মিজমিজি পাইনাদি এলাকায় নকল স্যালাইন উৎপাদনকারী গ্রিন কনজুমারস কারখানাকে ২ লাখ টাকা, সানারপাড় এলাকায় এনকো ল্যাবরেটরিজ নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কারখানায় অবৈধ ওষুধ উৎপাদনের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচপুর এলাকায় মূল্য তালিকা না রাখার অপরাধে দুটি খেজুরের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।