ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় আকবর আলী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
কালিগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় আকবর আলী গ্রেফতার

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতারের পর অসুস্থতার কথা বলে জামিনে থাকা রাজাকার আকবর আলীকে নাশকতার পরিকল্পনার মামলায় ফের গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) মধ্যরাতে উপজেলার নলতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ অসুস্থতার কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন নেন আকবার আলী। তবে শর্ত ভঙ্গ করে গত ৩০ মার্চ ঢাকা থেকে সাতক্ষীরার কালিগঞ্জের নলতার ইন্দ্রনগর গ্রামের বাড়িতে আসেন তিনি। শুক্রবার সারাদিন নলতা হাটখোলায় জামায়াত নেতা আব্দুল্লা সরদারের মালিকানাধীন শাহী বস্ত্রালয়ের সামনে জামায়াত নেতাদের নিয়ে একত্রিত হয়ে মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে হুঙ্কার দেন। নানা অপতৎরতা চালান।

কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান বলেন, রাজাকার আকবর আলী অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় শর্ত ভেঙে এলাকায় এসে যুদ্ধাপরাধ মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়। এছড়া বাড়িতে এসে দলীয় নেতাদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিল।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাবাকে হত্যার দায়ে সাতক্ষীরা আদালতে ২০০৯ সালে মামলা করেন দেবহাটা উপজেলার গোলাম মোস্তফা। এ মামলায় ২০১৯ সালের ৩০ অক্টোবর আকবর আলীকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাভোগের পর ২০২২ সালের ২৪ মার্চ আকবর আলী আদালতকে অসুস্থতার সাজানো তথ্য দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পান। শর্তমতে ঢাকা শহরের মধ্যে অবস্থানের নির্দেশনা দিয়ে জামিন মঞ্জুর করা হলেও সুস্থ আকবর আলী দেদারছে সাতক্ষীরা, খুলনাসহ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।