ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ট্যাংকে মিলল গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
মোটরসাইকেলের ট্যাংকে মিলল গাঁজা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল ট্যাংকির ভেতর পাঁচ কেজি গাঁজা বহনের সময় শাহআলম মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।  

শনিবার (১ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতারকৃত শাহ আলম লালমনিরহাট সদর উপজেলার দুরাকটি গ্রামের ফয়জার রহমানের ছেলে।  
   
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ এপ্রিল) র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরশহরের গিরিধারীপুর গ্রামের মিয়াবাড়ী জামে মসজিদের সামনে মহাসড়কে অভিযান চালায়।  

এ সময় শাহ আলমের মোটরসাইকেলের ট্যাংকির ভেতর কৌশলে রাখা ৫ কেজি গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়েছে।  

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। শাহ আলমকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।