ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

জয়দেবপুর রেলজংশনে মিলল বৃদ্ধের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
জয়দেবপুর রেলজংশনে মিলল বৃদ্ধের মরদেহ

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৫ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি, বয়স আনুমানিক ৫০ বছর। মৃতের পরনে আকাশী রংয়ের জামা ও লুঙ্গি ছিল।  

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের পশ্চিম পাশের গেই পাশে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। এ সময় আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সিআইডিকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৫৪, এপ্রিল ০৫, ২০২৩ 
আরএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।