ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কসমেটিকসের গুদামে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
গাজীপুরে কসমেটিকসের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাগদাদ টাওয়ারের ১০ তলা ভবনের তৃতীয় তলায় কসমেটিকসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় নিউ চক বাজার মার্কেটের বাগদাদ টাওয়ারের ১০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। এ সময় আগুন মুহূর্তের মধ্যেই কসমেটিকসের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।