ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পার্কিং করা ট্রাকে পাওয়া গেল দুই বস্তা গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
পার্কিং করা ট্রাকে পাওয়া গেল দুই বস্তা গাঁজা

বাগেরহাট: জেলার ফকিরহাটে একটি পার্কিং করা ট্রাক থেকে দু’বস্তা গাঁজা জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার পিলজংগ এলাকার মেসার্স কামাল ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে একটি ট্রাক থেকে এ গাঁজা জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি ফকিরহাট থানার পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা জব্দ করা হয়েছে। ট্রাকটিতে বেশ কিছু ফাকা ড্রাম ছিল। একটি ড্রামের মধ্যে দু’বস্তা গাঁজা পাওয়া যায়।

তিনি বলেন, গাঁজাসহ ট্রকটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজা বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।