ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে পোড়া স্তূপ দেখতে এসেছে সিআইডি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
বঙ্গবাজারে পোড়া স্তূপ দেখতে এসেছে সিআইডি 

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারের আগুনে পুড়ে যাওয়া এলাকায় পোড়া স্তূপ ঘুরে দেখেছে সিআইডি ক্রাইম সিন টিম।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এনেক্সকো টাওয়ারের পাশে পুড়ে যাওয়া স্তূপে তাদের ঘুরতে দেখতে দেখা যায়।

সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা এখানে ৬ জনের একটা দল এসেছি। এখানের পোড়া স্তূপ থেকে কিছু আলামত সংগ্রহ করেছি। পরশ্রী জাতীয় কোনো আলামত পাওয়া যায় কিনা তা খুঁজে দেখেছি। আমরা এখানে ২৪ ঘণ্টা কাজ করছি।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আগুন পুরোপুরি নেভার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।