ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ‘জুয়াড়ির’ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ‘জুয়াড়ির’ মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ‘জুয়াড়ির’ মৃত্যু হয়েছে।
 
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ডুমগাঁও কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান।


 
পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক কর্মকর্তা জানান, ইফতারের পর আব্দুস শহীদকে কবরস্থানের পাশে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। সেখানে পুলিশ ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় আব্দুস শহীদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।