ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দাদা ম্যাচের পরিত্যক্ত মালামাল চুরি নিয়ে বিরোধে যুবক খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, এপ্রিল ১০, ২০২৩
দাদা ম্যাচের পরিত্যক্ত মালামাল চুরি নিয়ে বিরোধে যুবক খুন

খুলনা: খুলনায় বন্ধকৃত দাদা-ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে স্বপন (৩০) নামে একজন খুন হয়েছেন। তিনি রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।

সোমবার (১০ এপ্রিল) সকালে রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার সরকার জানান, রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে দাদা ম্যাচের ভিতরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ও হোসেন গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলে আসছে। রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে। রাতে খবর পেয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মামুন আল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।