ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আটোরিকশার এক নারী যাত্রী গুরুত্বর আহত হন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জের জামতলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মহাদীপুর গ্রামের অটোচালক মোকলেছার রহমান (৩২) ও একই উপজেলার কিশোরগাড়ী গ্রামের রেজাউল ইসলাম (৪০)।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহানগর নামে একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ছেড়ে রংপুর যাচ্ছিল। এ সময় বাসটি দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।