ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
মানিকগঞ্জে পাঁচ লাখ টাকার মাদকসহ আটক ২

মানিকগঞ্জ: জেলার সদর উপজেলার চর হিজুলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম।

আটকরা হলেন সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার মৃত নাছির হোসেনের ছেলে আবিদ খান (২২) ও মালঞ্চ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে চঞ্চল মাহমুদ (৪০)।

মানিকগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর হিজুলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে জব্দ করা মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

এছাড়া মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।