ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় বাজারে চার প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
পঞ্চগড় বাজারে চার প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা 

পঞ্চগড়: পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।  

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, পঞ্চগড় বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানিকারক বিহীন বিদেশি পণ্য রাখার দায়ে সলেমান স্টোরকে তিন হাজার টাকা, পারভিন স্টোরকে তিন হাজার, ইসমাইল কসমেটিকসকে দুই হাজার টাকা ও বিক্রমপুর স্টোরকে দুই হাজার টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই সঙ্গে তাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।