ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্বামী জমি বিক্রি করবে শুনে নারীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
স্বামী জমি বিক্রি করবে শুনে নারীর আত্মহত্যা

গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলায় স্বামী জমি বিক্রি করবে শুনে এক নারী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার শিমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হলেন- একই এলাকার মো. আব্দুল হালিমের স্ত্রী মমতাজ আক্তার (৫০)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিমলাপাড়া এলাকার মো. আব্দুল হালিম পারিবারিক প্রয়োজনে ঋণ করেন। সেই টাকা পরিশোধ করতে তার নামে কিছু জমি বিক্রি করতে চান। জমি বিক্রিতে তার স্ত্রী মমতাজ আক্তার রাজি ছিলেন না।

এক পর্যায়ে আব্দুল হালিম ও তার ছেলে দুপুরে জমি বিক্রি করতে বায়না নিতে যায়। এ খবর পেয়ে মমতাজ বেগম বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহটি নিচে নামায়।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।