ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বউ-শাশুড়ি নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও এক শিশু।

 

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার অরণ্যপাশা পুর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও তার পুত্রবধূ বৃষ্টি আক্তার (২৪)।  

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউর রহমান বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় অরণ্যপাশা এলাকায় দ্রুত গতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই নারীকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই নারী সম্পর্কে বউ ও শাশুড়ি। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।