ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবা-ফেনসিডিলসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
ফরিদপুরে ইয়াবা-ফেনসিডিলসহ ২ যুবক আটক

ফরিদপুর: ফরিদপুরে ১০২০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে আটকদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আটকরা হলেন- যশোরের বেনাপোলের দক্ষিণ বারপোতা এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে 
আজহারুল ইসলাম বাবু (৩১) ও একই এলাকার মো. খোকনের ছেলে পারভেজ (২৮)।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুরের উলুকান্দা এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ওই দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।