ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রেকর্ড ৪২.৮ ডিগ্রির তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
রেকর্ড ৪২.৮ ডিগ্রির তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা: চৈত্র মাসে মৃদু থেকে মাঝারী তাপমাত্রা বিরাজ করলেও বৈশাখের শুরু থেকেই তীব্র থেকে অতি তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গার জনজীবন।

গত ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়।

 

গত সোমবার (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১৮ এপ্রিল) রেকর্ড করা হয় ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ (১৯ এপ্রিল) তা বেড়ে দাঁড়িয়েছে ৪২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

টানা তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। একদিকে প্রচণ্ড রোদ, অন্যদিকে রমজান মাস- এই দুইয়ে মানুষের জীবন হাঁসফাঁস অবস্থা।  

এতে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও রিকশা-ভ্যান চালকেরা। সূর্যের গনগনে তাপে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা।  
 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ (১৯ এপ্রিল) চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ অবস্থা আরও ২-৩ দিন অব্যাহত থাকবে। আগামী ২২ এপ্রিলের পর অবস্থার উন্নতি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।