ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
কোটালীপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র মুজাহিদ হাওলাদার (১৬) মারা গেছে।  

১২ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সে মারা যায়।

 

তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের হস্তক্ষেপে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।  

মুজাহিদ উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামের সেকেন্দার হাওলাদার ছিকুর ছেলে ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
 
জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কুরপালা গ্রামের হাওলাদার বংশের সঙ্গে শেখ বংশের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ৮ এপ্রিল একটি গাছ কাটাকে কেন্দ্র করে হারুন হাওলাদারের ছেলে ওয়ালিদ হাওলাদারের সঙ্গে কালাম শেখ ও তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তরিকুলের লোকজন স্কুলছাত্র মুজাহিদকে ছুরিকাঘাত করে। এতে মুজাহিদ গুরুতর আহত হলে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজাহিদ হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়।  
গতকাল বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ হাওলাদার অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজাহিদ হাওলাদারের বাবা সেকেন্দার হাওলাদার ছিকু বলেন, এই  ঈদের পরে আমার ছেলের এসএসসি পরীক্ষা। তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে মুজাহিদকে নিয়ে বাড়ি চলে আসি। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ অসুস্থ হয়ে পড়ে। তাকে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই।  

এদিকে মুজাহিদ হাওলাদার মারা যাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এজন্য তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  

মুজাহিদের চাচাত ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বলেন, একটি গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে মুজাহিদকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। গাছ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেছে। নিহতের চাচাত ভাই ওলিদ হাওলাদার বাদী হয়ে করা মামলাটিই হত্যা মামলা হিসেবে গণ্য হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে মুজাহিদ হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।