ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় স্ত্রীসহ কুয়াকাটায় ভ্রমণে এসে লাশ হলেন পর্যটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, এপ্রিল ২৩, ২০২৩
দ্বিতীয় স্ত্রীসহ কুয়াকাটায় ভ্রমণে এসে লাশ হলেন পর্যটক

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় স্ত্রীসহ কুয়াকাটায় ভ্রমণে এসেছিলেন তিনি।

 

রোববার (২৩ এপ্রিল) দুপুরে সোনার বাংলা নামের হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে। ঢাকার সাভারের আশুলিয়ায় থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার তার দ্বিতীয় স্ত্রী গঙ্গা রানীকে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে তার প্রথম স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।