ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

‘বিমানবন্দরের আগুনে আহত ২৫ আনসার সদস্যই এখন শঙ্কামুক্ত’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, অক্টোবর ১৮, ২০২৫
‘বিমানবন্দরের আগুনে আহত ২৫ আনসার সদস্যই এখন শঙ্কামুক্ত’ কথা বলছেন ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভাতে গিয়ে আহত ২৫ আনসার সদস্য সবাই এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন ঢাকা উত্তর জোন কমান্ডার (উপ-পরিচালক) গোলাম মাওলা তুহিন।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের আট নম্বর গেটের সামনে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর বিমানবন্দরে দায়িত্বে থাকা আনসার সদস্যরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিস আসার পরও আমাদের প্রায় ছয়শ আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় ২৫ জন আনসার সদস্য আহত হন। তাদের মধ্যে ১০ জনকে সিএমএইচ হাসপাতালে, ৮ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যারাকে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে গোলাম মাওলা তুহিন বলেন, আমি নিজে গিয়ে তাদের দেখে এসেছি। কেউই গুরুতর নয়, সবাই এখন আশঙ্কামুক্ত।

এর আগে দুপুরে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ২৭টি ইউনিট যোগ হয়ে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার পর মুহূর্তেই ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণও বাড়তে থাকে, যা ৫-৬ কিলোমিটার দূর থেকেও দেখা যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিনির্বাপণে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীও অংশ নেয়।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।