ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নষ্ট করা হলো কেমিক্যালে পাকানো সোয়া ৪ টন আম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
নষ্ট করা হলো কেমিক্যালে পাকানো সোয়া ৪ টন আম পিকআপভ্যান ভর্তি আম

সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে ৪ হাজার ২৬০ কেজি (৪.২৬ টন) অপরিপক্ব গোবিন্দভোগ আম কেমিক্যাল দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে জব্দ করে তা নষ্ট করেছে প্রশাসন।  

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের বাঁকাল এলাকায় এসব আম বিনষ্ট করা হয়।

এর আগে সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে পিকআপভ্যান ভর্তি এসব আম জব্দ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে কেমিক্যাল দিয়ে পাকানো আম ঢাকায় পাঠানো হচ্ছে- এমন খবরের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে আমগুলো জব্দ করেন। পরে জেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এসময় আমগুলো জব্দ করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। মঙ্গলবার দুপুরে এসব আম আইন অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে আমের মালিককে পাওয়া যায়নি, তাই তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সাতক্ষীরার আম পঞ্জিকা অনুযায়ী গোবিন্দভোগ আম ১২ মে থেকে বাজারজাতকরণের উদ্দেশে গাছ থেকে পাড়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।