ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন যাত্রা শুরু: মেয়র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
খুলনায় অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন যাত্রা শুরু: মেয়র

খুলনা: অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য কেসিসিতে নতুন যাত্রা শুরু হয়েছে বলে উল্লেখ করেছেন সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের অনুষ্ঠান উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য কেসিসিতে নতুন যাত্রা শুরু হলো। বর্তমান যুগ ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। অনলাইনে ট্যাক্স দেওয়ার মাধ্যমে মানুষের যেমন সময় বাঁচবে, তেমনি সেবার মান বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করা যাবে।

মেয়র আরও বলেন, শুধু হোল্ডিং ট্যাক্স নয়, ভবিষ্যতে সিটি করপোরেশনের সব ট্যাক্স অনলাইন করা হবে। যেহেতু এই অনলাইন পদ্ধতি নতুন, তাই জনগণ যেন সহজেই ট্যাক্স দিতে পারে সেজন্য সংশ্লিষ্টদের প্রচার-প্রচারণা বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

এ সময় অনলাইনে বিল দেওয়ার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলী আকবর টিপু এবং অ্যাডভোকেট মেমরি সুফিয়া রহমান শুনু। সভায় কেসিসি’র সচিব মো. আজমুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম। অনলাইনে হোল্ডিং ট্যাক্স আদায় সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন এসএনভি’র সিটি কো-অর্ডিনেটর মো. ইরফান আহমেদ খান। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে একই স্থানে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনার অংশ হিসেবে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের সভা, দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।