ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুটপাত থেকে নবজাতক চুরি, চোরকে খুঁজছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ফুটপাত থেকে নবজাতক চুরি, চোরকে খুঁজছে পুলিশ

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাত থেকে নবজাতক চুরি হয়েছে। গত ১১ এপ্রিল শিশুটি চুরি হওয়ার পর থেকে কোনো খোঁজ নেই তার।

তাকে যে চুরি করেছে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তির খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, মো. আব্দুল হোসেন নামে শিশুকে চুরি করা ব্যক্তি (শিশু পাচার মামলায় সন্দেহভাজন আসামি) শনাক্ত হয়েছেন। তাকে গ্রেপ্তারের জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু। তিনি জানান, গত ১১ এপ্রিল রাতে শিশু হোসেন তার বাবা-মায়ের সঙ্গে নিউমার্কেট এলাকার সুবাস্তু মার্কেটের গেটের সামনে ফুটপাতে ঘুমিয়ে ছিল। সকালে বাবা-মা ঘুম থেকে ওঠার পর হোসেনকে পাননি। তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে গত ১৭ এপ্রিল সংশ্লিষ্ট অভিযোগে থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলা তদন্তের সময় পুলিশ নিউমার্কেট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায়, ১২ এপ্রিল ভোর পাঁচটা ৩ মিনিট থেকে পাঁচটা ৪ মিনিটের সময় অজ্ঞাত এক ব্যক্তি শিশু হোসেনকে তোয়ালে দিয়ে ঢেকে কোলে করে নিয়ে চলে যাচ্ছেন।

ওই ব্যক্তির ছবি প্রকাশিত হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহৃত শিশুটি উদ্ধারের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির কেউ সন্ধান পেলে মামলার তদন্তকারী কর্মকর্তার (০১৭৭-৩৬২৯৯৭) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।