ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিসিক নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র কেনেননি কেউ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
সিসিক নির্বাচন: প্রথম দিনে মনোনয়নপত্র কেনেননি কেউ

সিলেট: সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বৃস্পতিবার (২৭ এপ্রিল) ছিল মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন।

কিন্তু প্রথম দিনে সিলেটে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে কেউ মনোনয়ন কেনেননি।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার দফতরের মিডিয়া কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় ধার্য থাকলেও প্রথম দিন কোনো প্রার্থী মনোনয়ন ফরম কেনেননি।

সিলেট সিটি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে, বাছাই ২৫ মে ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। এরপর ২১ জুন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।