ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় বিশ্বমানের শিশু লাইব্রেরি নির্মাণ করবে জাপান

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ঢাকায় বিশ্বমানের শিশু লাইব্রেরি নির্মাণ করবে জাপান

টোকিও (জাপান) থেকে: তাদাও অ্যান্দো আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের মাধ্যমে ঢাকায় একটি বিশ্বমানের শিশু লাইব্রেরি নির্মাণ করবেন বিশ্ববিখ্যাত স্থপতি তাদাও অ্যান্দো।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে টোকিওতে জাপানের রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকা প্যালেসে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্ববিখ্যাত স্থপতি তাদাও অ্যান্দোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষৎ করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতে ঢাকায় বিশ্বমানের একটি শিশু লাইব্রেরি স্থাপনে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও তাদাও অ্যান্দো আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও স্থপতি তাদাও অ্যান্দো।

এ শিশু লাইব্রেরি নির্মাণে বাংলাদেশকে অনুদান দেবে জাপান।

সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা বীরত্ব গাঁথা সংরক্ষণে সারাদেশে জাদুঘর নির্মাণসহ তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সংরক্ষণে বঙ্গবন্ধুর বাড়িকে জাদুঘরে রূপান্তর করার কথা উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অগ্রগতির প্রশংসা করেন তাদাও অ্যান্দো।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।