ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মরল ২ বোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মরল ২ বোন প্রতীকী ছবি

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো-তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। তারা সম্পর্কে খালাতো বোন।

পরিবারের লোকজন জানান, ঈদ উপলক্ষে তারা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন। শিশু দুটির মধ্যে একজনের বাড়ি উপজেলার রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুরে।

সিলেট গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যান। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘন্টা, এপ্রিল ২৭, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।