ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোনের মৃত্যুর ১৭ ঘণ্টা পর মারা গেলেন ভাইও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মে ৩, ২০২৩
বোনের মৃত্যুর ১৭ ঘণ্টা পর মারা গেলেন ভাইও

মেহেরপুর: বোন নবীছন নেছার মৃত্যুর ১৭ ঘণ্টা পর মারা গেলেন তার বড় ভাই সুন্নত আলী।

মঙ্গলবার (২ মে) সকাল ৮টার সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

সুন্নত আলী ওই গ্রামের মৃত জাহিদ শেখের ছেলে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই বোনের মৃত্যু নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বিগত ৫ রমজানের দিনে নবীছন নেছা ঘরে লাইট জালাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। মঙ্গলবার সকাল ৮টার সময় মারা যান তিনি। বিকেলে দফন শেষ করে এসে ভাই সুন্নত আলী অসুস্থ হয়ে পড়েন। পরে ওইদিন রাত ৩টার দিকে তিনিও নিজ বাড়িতে মারা যান।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, মে ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।