ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুলায় রান্না বসানো, ঘরে হাত-পায়ের রগ কাটা লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
চুলায় রান্না বসানো, ঘরে হাত-পায়ের রগ কাটা লাশ

নারায়ণগঞ্জ: পাইকপাড়া বড় কবরস্থান এলাকা থেকে হাত-পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নূরজাহান (৪৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) বিকেলে লাশটি পাওয়া যায়।

নূরজাহান স্থানীয় রমজান মোল্লার স্ত্রী। স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহতের স্বামী ও ছেলে কাজের জন্য বাইরে ছিলেন এবং ছেলের স্ত্রী পরীক্ষা দিতে গিয়েছিলেন। এসময় পোড়া গন্ধে বাড়িতে প্রতিবেশীরা এসে দেখেন রান্নাঘরে চুলায় রান্না বসানো কিন্তু কেউ নেই। পরে ঘরে নিহতের হাত পায়ের রগ কাটা ও কপালে আঘাতসহ নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এরপর থানায় খবর দিলে পুলিশ ও স্বজনরা এসে লাশ উদ্ধার করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিচুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আসল কারণ জানা যাবে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।