দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।
জরিমানাকৃত ইটভাটাগুলো হলো- উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের এসএইচবি ব্রিক্স, আমতলী এলাকার তামিম ব্রিক্স ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এসএনএস ব্রিক্স।
এ সময় খানসামা থানার পুলিশ সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বাংলানিউজকে জানান, যেসব ইটভাটার কাগজপত্র নেই সেসব ভাটাগুলো বন্ধে উচ্চ আদালতের নির্দেশ আছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজকে তিনটি ইটভাটর কাগজপত্র না থাকায় প্রত্যেক ভাটার মালিককে ১ লাখ করে জরিমানা করা হয়েছে। আগামীতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এফআর