ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেলাবতে বজ্রপাতে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ৪, ২০২৩
বেলাবতে বজ্রপাতে নারীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীর বেলাবতে বজ্রপাতে হেলেনা বেগম নামে (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার বেলাব ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত হেলেনা বেগম উপজেলার চর লক্ষ্মীপুর নামা পাড়া গ্রামের তাজু মিয়ার স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৪ মে) দুপুরে হেলেনা বেগম ছাগল চরাতে মাঠে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে একটি বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বামী তাজু মিয়া বলেন, আমার স্ত্রী ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে গিয়েছিল। হঠাৎ বজ্রপাতের আওয়াজ হয়। পরে খবর পাই বজ্রপাতে তিনি সে গেছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলাব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নায়েমা তাবাছসুম শাহ। তিনি বলেন, নিহতের পরিবারকে উপজেলা মানবিক সহায়তা তহবিল হতে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।