ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ কারবারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ৫, ২০২৩
বিদেশি পিস্তল-গুলি-মাদকসহ কারবারি গ্রেপ্তার

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় গরু রাখার গোয়াল ঘরের মাটির নিচ থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকসহ কারবারি সাইফুল আলমকে (২৮) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (০৬ মে) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

এর আগে বৃহস্পতিবার (০৫ মে) রাতে উপজেলার পূর্ব নওদাবাস ভারতীয় সীমান্তবর্তী এলাকায় সাইফুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সাইফুল আলম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও লালমনিরহাট আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ভারতীয় সীমান্ত থেকে মাদক এনে সারাদেশে পাচার করে আসছিলেন সাইফুল আলম। এসব মাদক বাড়িতে রেখে সুযোগ মতো পাচার করেন এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে প্রথমে ১৭৫টি ইয়াবা ও ২০ গ্রাম গুড়া মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্য মতে, বাড়ির গরু রাখার ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার সাইফুল আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অবৈধ অস্ত্র রাখায় অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ে করা হয়। এ দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।