ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মে ৫, ২০২৩
নড়াইলে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪

নড়াইল: জেলার কালিয়া উপজেলায় ইয়াবা ও চোরাই মোবাইল উদ্ধারসহ চার জনকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। ২৪ ঘণ্টার অভিযানে যশোর ও নড়াগাতি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ মে) নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নড়াগাতি থানা এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। ওই চুরির রহস্য উদঘাটনের লক্ষ্যে অভিযানে নামে পুলিশ। এর সূত্র ধরে বৃহস্পতিবার (৪ মে) রাতে নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে শাকিল আহম্মেদকে (২২) ৩টি চোরাই মোবাইল ফোনসহ যশোর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে শুক্রবার (৫ মে) সকালে নড়াগাতি থানার পানিপাড়া গ্রাম থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তিনি পানিপাড়া গ্রামের মান্নান মোল্লার ছেলে। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ১টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়া শুক্রবার সকালে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মোল্যা (৪৫) এবং মারামারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহ আলমকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারদের আদালতের সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।