টাঙ্গাইল: টাঙ্গাইলে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ মে) বিকেল ৪টার দিকে মৃত মনিরা বেগমের মা আবেদা বেগম বাদি হয়ে দেলদুয়ার থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তিনজনের নামোল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে আজ (৭ মে) বিকেল ৩টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামিদের পরিচয় গোপন রাখা হয়েছে।
এর আগে শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামের শাহেদের বাড়ি থেকে তার স্ত্রী মনিরা বেগম এবং তার দুই শিশু সন্তান মুশফিক (৫) ও মাশরাফির (২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে ঘটনার পর থেকেই মৃত মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক।
আরও পড়ুন: টাঙ্গাইলে মাসহ ২ ছেলের রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
এনএস