ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে মিলল পুলিশ সদস্যের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, এপ্রিল ২৮, ২০২৫
যাত্রাবাড়ীতে মিলল পুলিশ সদস্যের মরদেহ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকার ভাড়া বাসার সামনে থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়িচালক ছিলেন।

সোমবার (২৮এপ্রিল) দুপুরের দিকে যাত্রাবাড়ী দয়াগঞ্জ বটতলা এলাকায় বাসার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে শায়িত অবস্থায় পাওয়া যায়। তার গলায় দাগ আছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, হুমায়ুন কবির মেট্রোপলিটন পুলিশের এমটি সেকশনে চালক পদে কর্মরত ছিল। দয়াগঞ্জে স্ত্রী  ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার বিস্তারিত জানতে হুমায়ুন কবিরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হবে। মৃত হুমায়ুনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। বাবার নাম মৃত সিরাজ হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।