ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা: সোনাগাজীতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলা: সোনাগাজীতে সরকারি কর্মকর্তাদের ছুটি বাদ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করেছেন জেলা প্রশাসক আবু সেলিম মহামুদ উল হাসান। এছাড়া প্রস্তুত করা হয়েছে ৪৩টি আশ্রয়ণ কেন্দ্র।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব তথ্য জানান আবু সেলিম মহামুদ উল হাসান।

তিনি আরও জানান, মোখা মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি, মেডিকেল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা প্রশাসক, আনসার-ভিডিপি, জরুরি খাদ্য সরবরাহসহ প্রয়োজনীয় সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলার সব জনপ্রতিনিধিকে ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় সব সময় প্রস্তুত থাকতেও নির্দেশ দেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তাসলিম হুসাইন, সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সোনাগাজী মডেল থানার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরন, নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসএইচডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।