ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘মোখা’ মোকাবেলায় খাগড়াছড়িতে ব্যাপক প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
‘মোখা’ মোকাবেলায় খাগড়াছড়িতে ব্যাপক প্রস্তুতি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য মাঠে নেমেছেন জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।  

শনিবার (১৩ মে) বিকেলে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমাসহ সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিরা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আবাসস্থল পরিদর্শনে গিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেন।

 

জেলা সদরসহ ৯ উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় যারা অবস্থান করছে তাদরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার জন্য বলা হচ্ছে। এ ছাড়া জেলা শহরে মাইকিং করে জন সাধারণকে সর্তক করা হয়। ইতোমধ্যে পৌর শহরে ১১টি নিরাপদ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, খাগড়াছড়িতে মোখার প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিকাল ৫টার পর থেকে বৃষ্টি শুরু হয়। পুরো আকাশজুড়ে কালো মেঘাচ্ছন্ন। বৃষ্টির কারণে মানুষের মধ্যে স্বস্তি দেখা গেলেও মোখার প্রভাব নিয়ে চিন্তিত নয় পথচারী ও সাধারণ মানুষ। টানা বৃষ্টিপাতের ফলে জেলায় পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারদের নিরাপদ আশ্রয়ে যেতে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।  

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। পর্যাপ্ত পরিমাণ চাল, নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। যাতে করে জেলার দুর্যোগপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে বিতরণ করা যায়।  

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এডি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।