ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩
শেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’ 

শেরপুর: ‘আমরাও মানুষ’-এ স্লোগান নিয়ে ‘কনসার্ট ফর থার্ড জেন্ডার’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে শেরপুরের হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা।  

সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় তৃতীয় লিঙ্গ গুচ্ছগ্রাম চত্বরে শনিবার (১৩ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

নিশি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা নাচ-গানে অংশ নেন। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি ও শেরপুর জেলা যুব হিজড়া সাংস্কৃতিক দল এ অনুষ্ঠানের আয়োজন করে।  

অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি ও শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।  

উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রেস ক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, নাট্যনির্মাতা শিব শংকর কারুয়া, কবি-লেখক জ্যোতি পোদ্দার, নারী উদ্যোক্তা আইরীন পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, সুযোগ পেলে হিজড়ারাও যে নিজেদের যোগ্যতা, দক্ষতার স্বাক্ষর রাখতে পারে, এ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সে বিষয়টিই প্রকাশ পেয়েছে।  

উপস্থিত সবাইকে হিজড়াদের প্রতি সহমর্মিতা এবং ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে হিজড়াদের পক্ষ থেকে খুনুয়া চরপাড়া গ্রামের দুর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক পালক উজ্জল হোসেনের অসহায় স্ত্রীর হাতে নগদ টাকা ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।