ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে জোবাইদা করিম জুট মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ফরিদপুরে জোবাইদা করিম জুট মিলে আগুন

ফরিদপুর: ফরিদপুরের বাখুন্ডায় জোবাইদা করিম জুট মিলে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে এ আগুনের সূত্রপাত হয়।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফরিদপুরের ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট, স্থানীয় এলাকাবাসী ও কোতোয়ালি থানা পুলিশের টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে জোবাইদা করিম জুট মিলে আগুনে সূত্রপাত হয়। জেলা ফায়ার সার্ভিসের সবকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।