ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘খাদ্য উৎপাদনে চরাঞ্চলে মনোযোগ বাড়াতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
‘খাদ্য উৎপাদনে চরাঞ্চলে মনোযোগ বাড়াতে হবে’

ঢাকা: যেসব চরে ভুট্টা, মরিচ, তরমুজ, আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়, খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে এসব চরের দিকে মনোযোগ বৃদ্ধির তাগিদ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তিনি বলেন, চরের কৃষি ও কৃষকের প্রতি আরও নজর দেওয়া হলে আরও উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

চরে উৎপাদিত কৃষিপণ্য কীভাবে বিপণন করা যায়, সে বিষয়ে আরও ভাবতে হবে।

মঙ্গলবার (১৬ মে) সিরডাপ মিলনায়তনে ‘চরাঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনা: চরের জন্য জাতীয় বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সুইস কন্ট্যাক্ট, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল চর অ্যালায়েন্স এবং উন্নয়ন সমন্বয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

মূল প্রবন্ধে ড. আতিউর রহমান বলেন, চরাঞ্চলের অমিত সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকল অংশীজনকে একসঙ্গে কাজ করে যেতে হবে। একইসঙ্গে চরবাসীর চাহিদাগুলোকে সামনে আনার কাজ অব্যাহত রাখতে হবে, যাতে করে বাস্তবভিত্তিক ও সময়োচিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা যায়।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন অর্থবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আজাদ সাল্লাল এবং প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, পরিচালক, আইএডিএস।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সেমিনার শুরু হয়। স্বাগত ভাষণের পর বক্তব্য রাখেন সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সৈয়েদা জিনিয়া রশিদ। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক এবং সুইস কন্ট্যাক্ট-এর টিম লিডার আব্দুল আওয়াল ‘মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস (এমফোরসি)’ প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।