ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গ্যাস বেলুন দুর্ঘটনা:

প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকা পেল আহতদের পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
প্রধানমন্ত্রীর উপহারের ১০ লাখ টাকা পেল আহতদের পরিবার

সিলেট: সিলেটে গ্যাস বেলুন দুর্ঘটনায় আহতদের পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকার উপহারের চেক।

বুধবার (১৭ মে) সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।


 
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী খুবই মানবিক। তার কাছে যখন যা বলেছি, তা পেয়েছি। গ্যাস বেলুনে আহতদের সুস্থতার জন্য তিনিই সবকিছু করেছেন। আমরা উনাদের বাড়িতেও গিয়েছি। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার বার্ন ইউনিট স্থাপনেরও সুখবর দেন তিনি।
 
এর আগে সামন্ত লাল সেন অগ্নিদগ্ধ ভাই-বোনকে দেখতে বার্ন ইউনিটের চিকিৎসক দল নিয়ে তাদের বাড়িতে যান। সেখানে কিছু সময় অতিবাহিত করে তাদের খোঁজখবর নেন।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ।
 
অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানার পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যাপক নওয়াজিশ ও ডা. সাদিয়া প্রমুখ।
 
গত বছরের ডিসেম্বরে ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামের  জ্যোতির্ময় দেব ঝন্টুর বাড়ির গাছে উড়ে আসা বিশাল আকারের একটি বেলুন আটকা পড়ে। ঝন্টু দেবের মেয়ে এসএসসি জয়শ্রী দেব জুই ও তার বড় ভাই জয় দ্বীপ দেব জনি বেলুনটিকে নামিয়ে খেলা করে। সন্ধ্যায় বেলুনটিকে বসতঘরে আনার সময় বিস্ফোরিত হয়ে ভাই-বোনের হাত-মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
 
বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটে পুলিশ সুপার ও ওসমানীনগর থানার ওসির সহযোগিতায় তাদেরকে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস তারা শেখ হাসিনা বার্ন ইউনিটে সু-চিকিৎসার পর প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দশ লাখ টাকা উপহার পেয়েছেন। দুই সন্তানের বাবা জ্যোতির্ময় দেব ঝন্টুর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।