ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় অপহৃত শিশু ২২ দিন পর গোপালগঞ্জে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
ঢাকায় অপহৃত শিশু ২২ দিন পর গোপালগঞ্জে উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ৩ বছরের শিশু অপহরণের ঘটনার ২২ দিন পর অপহৃত শিশুকে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা পীযূষ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) অপহৃত শিশুটিকে উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান জানান, মোহাম্মদপুর এলাকা থেকে ৩ বছরের শিশু অপহরণের ঘটনার ২২ দিন পর অপহৃত শিশুকে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকা ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা পীযূষ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।