ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় চিনির চালানসহ চালক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
ভারতীয় চিনির চালানসহ চালক আটক

সিলেট: সোর্সের ভাষায় ‘লাইন গরম’ হলেও থেমে নেই সিলেট সীমান্তে চোরাচালান। ভারতীয় চিনির চোরাচালান কিছুদিন ধরে বন্ধ থাকলেও অবৈধ পথে আনা গরু, মহিষ, কসমেটিকসসহ অন্যান্য পণ্যসামগ্রী ধরা পড়েছে।

এবার চোরাই পথে চিনির চালানসহ বহণকারী যানবাহনের চালককে আটক করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সিলেট-তামাবিল সড়কের দাসপাড়া এলাকায় চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা কাভার্ডভ্যান ভর্তি ৩৬ বস্তায় ১৮ হাজার কেজি চিনিসহ মইনুল আহমদ (৩৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। জব্দকৃত চিনির বাজার মূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলাম দাসপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশি করে অবৈধভাবে আনা ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। আটক করা হয় কাভার্ডভ্যানচালক মো. মইনুল আহমদকে। গ্রেপ্তার মইনুল সিলেটের বিশ্বনাথ উপজেলার গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

জিজ্ঞাসাবাদে মইনুল আহমদ পুলিশকে জানান, চিনির চালানটি ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে এনে বস্তা পরিবর্তন করে স্থানীয় বাজারে বিক্রির জন্য সিলেট শহরে আনার পথে ধরা পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।