ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, মে ২০, ২০২৩
রংপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, কিশোর নিহত

রংপুর: রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আশিক (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন কিশোর।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশিক কাউনিয়া হরিশ্বর রেল কলোনির তফিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বচসা হয়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের মধ্যে কয়েকজন আহত হয়। এরমধ্যে আশিককে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছির বিল্লাহ বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, মে ২০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।